আপনি কতটা দুর্ভাগ্যবান ভেবে দেখেছেন কি?
আপনার মনে হতে পারে আপনি অনেক দুর্ভাগা, জীবনে শুধু কষ্ট আর দুখ। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সমাজের নিম্ন শ্রেণীর মানুষের অবস্থা। ভেবে না থাকলে নিজের মুল্যবান একটু সময় অপচয় করে ভেবে দেখতে পারেন।
আপনার মনে হতে পারে আপনি অনেক দুর্ভাগা, জীবনে শুধু কষ্ট আর দুখ। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সমাজের নিম্ন শ্রেণীর মানুষের অবস্থা। ভেবে না থাকলে নিজের মুল্যবান একটু সময় অপচয় করে ভেবে দেখতে পারেন।
JavaScript is the Programming Language for the Web. JavaScript can update and change both HTML and CSS. JavaScript can calculate, manipulate, and validate data.
মানুষেরা হাড়িয়ে যাচ্ছে।দুটি হাত দুটি পা নিয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না ছোট থেকে এটাই শুনেছিলাম, পড়েছিলামও বইয়ে। কিন্তু দুর্ভাগ্যের কথা যে পুর্বের দুই লাইন অনেকের মুখের কৌতুকের মতো হাসি ফুটানোর জন্য যথেষ্ট। আর এটাই বাস্তবতা।
চলো স্বপ ছুঁই এর প্রথম ইভেন্ট ছিলো " হাসি ফুটানোর উৎসব "। এই ইভেন্টটি করা হয়েছিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেখানে ৬৫ জন ছাত্র- ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন জামা উপহার দেওয়া হয়।