ইভেন্ট " হাসি ফুটানোর উৎসব ২০১৯" - চলো স্বপ্ন ছুঁই
চলো স্বপ্ন ছুঁই একটি সামাজিক অর্গানাইজেশন যেখানে থেকে আমরা সুবিধাবঞ্চিত শিশু এবং প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে থাকি। আমাদের মুল লক্ষ্য অসহায় লোকদের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার স্থায়ি সমাধান দেওয়ার। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেক মেম্বার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সবসময়।
চলো স্বপ ছুঁই এর প্রথম ইভেন্ট ছিলো " হাসি ফুটানোর উৎসব "। এই ইভেন্টটি করা হয়েছিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে। যেখানে অপরাজিত আলোর মিছিল নামক ফ্রি শিক্ষাদানের স্কুল এর ৬৫ জন ছাত্র- ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন জামা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটিকে আরো আনন্দঘন করার জন্য ছিল মেহেদী উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিয়া প্রতিযোগিতা সহ আরো নানা ব্যাবস্থা।
অনুষ্ঠানের ফটোগ্রাফিতে কাজ করেছে " কানা'স ফটোগ্রাফি "( Kana's Photography )। ফুড পার্টনার হিসেবে ছিল " খানা গানা " ( Khana Gana)। তাছাড়া আমরা রংপুর রিয়েলস্টেট লিমিটেড (Rangpur Real Estate Ltd.)এবং ইউরোপা ইন্টারন্যাশনাল স্কুল ( Europa International School) থেকে বিশেষ সহযোগিতা পেয়েছি। আর ভিডিও এডিটিং এবং ডিজাইনিং এ কাজ করেছে জুম্বাক (JUMBAK) নামের সংগঠন।
চলো স্বপ ছুঁই এর সদস্য হতে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
চলো স্বপ্ন ছুঁই :https://facebook.com/choloswpnochui
Video Editing: Tanvir Mahin (JUMBAK) Tanvir Mahin Facebook : http://fb.me/tanvir.mahin.1 Tanvir Mahin Website: http://tanvirmahin.blogspot.com JUMBAK : https://facebook.com/jumbak.official/